পূর্বস্থলী, ২৪ ডিসেম্বর: ফুল বদলের পর পূর্বস্থলীর ছাতনায় জনসভা করেছিলেন শুভেন্দু অধিকারী। তারই পাল্টা আজ দুপুরে বিশ্বরম্ভা ফুটবল মাঠে শক্তি পরীক্ষায় নামছে তৃণমূল। জনসভায় উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলীর উত্তর কেন্দ্রে শাসক দলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এছাড়া থাকবেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খা।
অন্যদিকে কেতুগ্রামে দিলীপ ঘোষের সভাস্থলের পাশের মাঠেই ২৫ ডিসেম্বর পাল্টা সভা করতে চলেছেন অনুব্রত মণ্ডল। ২২ তারিখ কেতুগ্রামের কাদরাতে সভা করেছিলেন দিলীপ ঘোষ। ওই সভা থেকে পুলিশকে তীব্র আক্রমণ করেছিলেন তিনি। তারই পাল্টা সভা করছেন অনুব্রত। কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ দাবি করেছেন, 'আমরা অন্তত ১ লক্ষ লোক সভায় নিয়ে আসব। এত বড় সভা এ পর্যন্ত কেতুগ্রামে হয়নি।'
একটি মন্তব্য পোস্ট করুন