পুবের কলম ওয়েব ডেস্কঃ স্বস্তির নিঃশ্বাস বঙ্গবিজেপী ব্রিগেডের হেভীওয়েট নেতাদের।মুকুল রায়,সাংসদ কৈলাশ
বিজয়বর্গিয় সহ আরও পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলায় অন্তর্বর্তীকালীন সুরক্ষা মঞ্জুর করে রায় দিল শীর্ষ আদালত জানাল যে তাঁদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার যাতে কোন জোরালো ব্যবস্থা না নেয়। বিচারপতি সঞ্জয় কিশান কৌলের নেতৃত্বাধীন বেঞ্চ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে ফৌজদারি মামলা দায়ের করার অভিযোগে দায়ের করা পাঁচটি পৃথক আবেদন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছিল।এই বেঞ্চ তারই পরিপ্রেক্ষিতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পরবর্তী শুনানির দিন অবধি এই নির্দেশ বহাল থাকবে বলেও জানায়। আবেদনকারী সহ অর্জুন সিং, কৈলাশ বিজয়বর্গিয়া, পবন সিং, সৌরভ সিং এবং কবির শঙ্কর বোস সকলেই তাঁদের বিরুদ্ধে রাজ্যপুলিশের করা মামলা অন্য কোন স্বতন্ত্র তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তর করারও আবেদন জানান বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন