দেবশ্রী মজুমদার, বোলপুর: বহিরাগতদের নিয়ে রোড শো করলেন অমিত শাহ। ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে রাস্তা ভরিয়েছেন তিনি। রবিবার সন্ধ্যায় বোলপুর পুরসভার ১৫ নং ওয়ার্ডে বঙ্গধ্বনি যাত্রা শুরু করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মৎস মন্ত্রী চন্দ্র নাথ সিনহা। প্রায় দুশো কর্মী সমর্থকদের নিয়ে এদিন ওই ওয়ার্ডের মানুষের কাছে রাজ্য সরকারের রিপোর্ট কার্ড তুলে দেন।
তারপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোডশো করা হয়েছে বহিরাগতদের নিয়ে। সেই একই প্রসঙ্গে জবাব দিতে গিয়ে এদিন প্রেস মিটে অমিত শাহ বলেন, দিদি বলছেন, আমরা বহিরাগত। দিদি যখন কংগ্রেসে ছিলেন। ইন্দিরা গান্ধী, প্রণব মুখোপাধ্যায় আসতেন, তাঁদেরকে দিদি কি বলতেন, বহিরাগত?
একটি মন্তব্য পোস্ট করুন