পুবের কলম ওয়েব ডেস্কঃঅবশেষে ফিটনেস পরীক্ষায় পাস করলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এর ফলে আগামী ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিতে তাঁর আর কোনো বাধা রইল না।এই মুহূর্তে তিনি রয়েছেন মুম্বইতে। মনে করা হচ্ছে, তৃতীয় টেস্ট থেকে ভারতীয় দলে থাকবেন রোহিত। বিরাট কোহলির অনুপস্থিতিতে যা বড় প্রাপ্তি ভারতীয় দলের। বিসিসিআইয়ের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় যাবেন রোহিত। সেখানে তাঁকে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে। তারপর তিনি তৃতীয় টেস্টে খেলতে নামবেন ৭ জানুয়ারি। বেশ কিছুদিন ধরে রোহিতের সুস্থতা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে কোন টেস্ট থেকে তিনি খেলতে পারবেন, তা নিয়ে চলতে থাকে জল্পনা। অ্যাডিলেডে প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন অধিনায়ক বিরাট কোহলি। দলে তাঁর অভাব পূরণ করতে রোহিতের মতো একজন ব্যাটসম্যান টিম ইন্ডিয়াকে নিশ্চিতভাবে ভরসা জোগাবে।
একটি মন্তব্য পোস্ট করুন