বিরাটের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভারতীয় দলকে কে নেতূত্ব দেবেন, তা নিয়ে চিন্তায় ছিল বিসিসিআই কর্তারা। কারণ, চোটের কবলে ভারতের আরও এক যোগ্য অধিনায়ক রোহিত শর্মা। যদিও যাবতীয় জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এদিন ভোরে অস্ট্রেলিয়া উড়ে গেলেন রোহিত শর্মা। জানা গিয়েছে, ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর ভারতীয় শিবিরে যোগ দেবেন রোহিত। এতে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে খেলতে পারবেন না। তবে সিরিজের তূতীয় টেস্ট থেকে রোহিতকে দলে রাখার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।
জানা গিয়েছে, রোহিত ভোরে দুবাই হয়ে অস্ট্রেলিয়ার জন্য রওনা হয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল চলাকালীন রোহিতের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। তারপর আইপিএল ফাইনালে খেললেও ভারতীয় দলের বাকিদের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারেননি। এর মাঝে তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্বে সময় কাটাচ্ছিলেন। এর মাঝে এনসিএ-র মেডিক্যাল টিম রোহিতকে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়। যদিও তারপর জানানো হয়, অস্ট্রেলিয়ায় যাওয়া মানেই রোহিত খেলতে পারবেন, এমন নিশ্চয়তা নেই। কারণ, সেখানে রোহিতের আরও একবার শারীরিক পরীক্ষা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
একটি মন্তব্য পোস্ট করুন