পুবের কলম ওয়েব ডেস্কঃফের রেকর্ড গড়লেন রোনাল্ডো। বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে শততম ম্যাচ খেলতে নেমে জোড়া গোল করলেন তিনি।জেনোয়ার রক্ষণাত্মক ফুটবলের প্রতিরোধ ভেঙে দারুণ জয়ে মাঠ ছাড়লো সিরি এ লিগ রেকর্ড চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে জুভেন্টাস। ম্যাচের চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। পাওলো দিবালার গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টেনেছিলেন স্তেফানো স্তুরারো। ওল্ড লেডিদের হয়ে শেষ দুটি গোল পেনাল্টি থেকে করেন সিআরসেভেন।অবনমন অঞ্চলের দল জেনোয়ার মাঠে বল দখলে শুরু থেকে আধিপত্য করলেও প্রথমার্ধে চ্যাম্পিয়নদের পারফরম্যান্স তেমন সন্তোষজনক ছিল না। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও এই সময়ে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। ম্যাচের গতি-প্রকৃতি দ্বিতীয়ার্ধেও চলছিল একইভাবে। অবশেষে ৫৭তম মিনিটে ম্যাককেনির পাস ধরে বক্সে ঢুকে এক ঝটকায় একজনের বাধা এড়িয়ে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন দিবালা। এগিয়ে যাওয়ার চার মিনিট পরেই অবশ্য গোল খেয়ে বসে তারা। গোলটি করেন জুভেন্টাসের প্রাক্তন মিডফিল্ডার স্তেফানো স্তুরারো। ম্যাচের ৮২ মিনিটে নিখুঁত দুই স্পট কিকে জয় নিশ্চিত করেন রোনাল্ডো।
একটি মন্তব্য পোস্ট করুন