একে তো অ্যাডিলেড টেস্টে ৩৬ রানে লজ্জাজনক হার। যেটা ভারতের সর্বনিম্ব স্কোরে টেস্ট হার।এরপর আবার অজিদের কাছে ৮ উইকেটে হার স্বীকার। একের পর এক খারাপ খবরের পর ফের বড় ধাক্কা ভারতীয় দলে। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুহাম্মদ শামি। জানা গিয়েছে, ভারতের এই জোরে বোলারের ডান হাতের হাড় ভেঙে গেছে। আর সে কারণে তাঁকে আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে খেলতে দেখা যাবে না। এর আগে ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে ২১.২ ওভারে অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্সের বল এসে লাগে শামি র ডানহাতে। চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। শুধু ব্যাট নয়, পরে তিনি বলও করতে পারেননি। এরপর শামিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করার জন্য। স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে, তাঁর ডান হাতের হাড় ভেঙেছে। সিরিজের বাকি তিনটি টেস্টে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই।
একটি মন্তব্য পোস্ট করুন