পুবের কলম ওয়েব ডেস্কঃ মোটরবাইক আরোহীদের সেফটির কথা ভেবে বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে উড়িষ্যা সরকার। বাইকের পেছনের সিটে কাউকে চড়ালেই বাধ্যতামূলক হিসেবে হেলমেট ছিলই,এবার সেটা পালন না করলে চালকের ড্রাইভিং লাইসেন্স সোজা বাতিল করে দেওয়া হবে। মন্ত্রী পদ্মনভা বেহরা সাফ জানান যে অতিরিক্ত হেলমেট ছাড়া কোন বাইক চালক যেন দ্বিতীয় আরোহিকে না নেন। পাশাপাশি তিনি অতিরিক্ত হেলমেট নিয়ে বাইক চালকদের বাইক চালাতে অনুরোধ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন