পুবের কলম প্রতিবেদকঃ নিউ টাউন উৎসব বান্ধব পাঠাগারের গত শনিবার উদ্বোধন করলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরি। এ দিন মন্ত্রী তাঁর ভাষণে উৎসব বান্ধব পাঠাগারকে সমস্ত প্রকার সাহায্যের আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি লাইব্রেরি কর্তৃপক্ষকে সক্রিয় থাকতে বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে সমস্ত সরকারি লাইব্রেরিতে ফ্রি মেম্বারশিপ চালু হয়েছে, পাঠাগারগুলিকে ডিজিটাল করা হয়েছে। বিনামূল্যে কম্পিউটার দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, দুস্থ ছাত্র ছাত্রী যারা বাড়িতে পড়াশোনার পরিবেশ পায় না, তাদের জন্য লাইব্রেরিতে বসে পড়াশোনার সুযোগ করে দেওয়া হচ্ছে। অধ্যাপক ড. কুমারেশ চক্রবর্তী হাজার হাজার বছর আগের পাঠাগারের ইতিহাস বর্ণনা করেন। অধ্যাপক অভীক মজুমদার বাংলাভাষার ওপর গুরুত্ব প্রদান করেন। দেবাশিস সেন উৎস বান্ধব পাঠাগারের উদ্যোগকে সাধুবাদ জানান।
একটি মন্তব্য পোস্ট করুন