নয়াদিল্লি, ১৬ ডিসেম্বরঃ লোকসানে চলা এয়ার ইন্ডিয়া বয়স্ক নাগরিকদের জন্য এয়ার টিকিটে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা করল। ৭ দিন আগে বুকিংয়ের ক্ষেত্রে এই ছাড় মিলবে। বুধবার বিমান মন্ত্রক সূত্রে এই কথা জানানো হয়েছে। এরজন্য কিছু শর্তও রাখা হয়েছে। এক্ষেত্রে যাত্রার অন্তত ৭ দিন আগে টিকিট বুকিং করতে হবে।
এই স্কিম শুধু দেশীয় উড়ানের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানান হয়েছে। চেক ইনের সময় আইডি কার্ড না দেখাতে পারলে বেসিক ভাড়া বাজেয়াপ্ত করা হবে। এবং ফেরতও দেওয়া হবে না। এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে এই স্কিমের পুরো বিবরণ দেওয়া হয়েছে। বৈধ করবেন তাদের ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে এবং বয়স ৬০ বছরের বেশি হতে হবে। বৈধ ফোটো আইডি কার্ড থাকতে হবে। যাতে জন্মের তারিূ আছে। ইকোনমি কেবিনের বুকিং ক্যাটাগরির ভাড়ার ৫০ শতাংশ দিতে হবে। ভারতে যে কোনও স্থানে সফরের ক্ষেত্রেই এই সুযোগ পাওয়া যাবে। সফরের সাতদিন আগে টিকিট কাটতে হবে। এয়াই ইন্ডিয়ার তরফে এ ধরনের স্কিম আগেও চালানো হয়েছিল, এখন সরকারিভাবে অনুমোদন মিলল।
একটি মন্তব্য পোস্ট করুন