কলকাতা, ১২ ডিসেম্বর : রবিবার আইসিডিএস পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দিতে এগিয়ে এল কলকাতা মেট্রো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য এদিন মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এদিন পরীক্ষার্থীদের কোনও ই-পাস নেওয়ার প্রয়োজন নেই। এমন জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
৬৮ নয়, তার বদলে রবিবার চলবে ৭৪ টি মেট্রো। মেট্রোরেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে সকাল ৯টার সময় প্রথম মেট্রো চলবে। আর নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো সকাল ৯.১৩ মিনিটে ছাড়বে। অন্যদিকে দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। একইভাবে নোয়াপাড়া স্টেশন থেকে রাত ৮.৫৩ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। পরীক্ষার্থীদের এদিন কোনও ইপাস নেওয়ার প্রয়োজন হবে না। ই পাস এর বদলে দেখাতে হবে অ্যাডমিট কার্ড।
এর পাশাপাশি সোমবার থেকে বাড়ানো হচ্ছে ৬ জোড়া রেক। অর্থাৎ ২০৪ টির বদলে চালানো হবে ২১৬ টি মেট্রো। পরিষেবা পাওয়া যাবে সকাল সাতটা থেকে। এই পরিষেবা মিলবে শুধুমাত্র সোম থেকে শনি বার। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, টোকেন আপাতত বন্ধ হয়ে থাকছে।
একটি মন্তব্য পোস্ট করুন