পিঙ্ক বল টেস্টের আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে ফের হানা দিয়েছে চোট।ভারতের বিপক্ষে হোম সিরিজে একের পর এক ইনজুরির শিকার হচ্ছেন অজি খেলোয়াড়েরা। চোটের কারণে দ্বিতীয় ওয়ানডের পর থেকে দলের বাইরে ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন মার্কাস স্টয়োনিসও। এবার কোমরের ব্যাথা নিয়ে দলের অনুশীলন ছেড়েছেন অজিদের ব্যাটিংয়ের প্রধান ভরসা স্টিভ স্মিথ।
এমনিতেই মঙ্গলবার অনুশীলনে দেরি করেই আসেন স্মিথ। ব্যাটিং না করলেও ফিল্ডিংয়ে গা গরম করছিলেন তিনি। সে সময় বল ধরতে গিয়ে কোমরে ব্যাথা অনুভব করেন স্মিথ। সে ব্যাথায় শেষ পর্যন্ত অনুশীলন ছেড়ে যেতে বাধ্য হন আইসিসির টেস্ট রাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটসম্যান। আগামী দু'দিনের পরই অ্যাডিলেডে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। তার আগে এই চোট চিন্তায় রাখছে অস্ট্রেলিয়া শিবিরকে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের বিশ্বাস, স্মিথ অ্যাডিলেড টেস্টে খেলতে মাঠে নামবেন।
একটি মন্তব্য পোস্ট করুন