পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগেই দলের সঙ্গে একটা টানাপোড়েন শুরু হয় শুভেন্দু অধিকারীর। প্রকাশ্যে তেমন কিছু না বললেও তিনি একে একে সব সরকারি পদ ও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। পরে বিধানসভার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে বিধানসভায় সচিবের কাছে ইস্তফাপত্র জমা দেন শুভেন্দু। পরে তিনি ই-মেল করেও বিধানসভার অধ্যক্ষের কাছে তাঁর ইস্তফার কথা জানান।
তবে আইনগত ত্রুটি থাকায় ইস্তফাপত্র গ্রহণ করেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দুকে সোমবারবিধানসভায় ডেকে পাঠান। এদিন দুপুরে নিজে উপস্থিতও হন শুভেন্দু অধিকারী। অধ্যক্ষের সঙ্গে তাঁর কথা হয়, সবদিক বুঝে আশ্বস্থ হওয়ার পর ইস্তফাপত্র গ্রহণ করেন বিমান বন্দ্যোপাধ্যায়। ফলে এদিন থেকেই প্রাক্তন হয়ে গেলেন নন্দীগ্রামের বিধায়ক। প্রসঙ্গত, শুভেন্দু ইতমধ্যেই বিজেপিতে নাম লিখিয়েছেন।
একটি মন্তব্য পোস্ট করুন