পুবের কলম প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে কলকাতা পুরনিগম সহ রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় হয়নি নির্বাচন। তাই রাজ্য সরকারের তরফে নিয়োগ করা হয়েছে প্রশাসক। কিন্তু তাতে আর ভরসা রাখতে চাইছে না আদালত। এবার সুপ্রিমকোর্ট নির্দেশ, যত দ্রুত সম্ভব কলকাতা পুরনিগমে সেরে ফেলতে হবে ভোট। রাজ্য সরকার যদি তা না করতে পারে তবে কোর্ট নিজেই প্রশাসক নিয়োগ করবে।
জানা গিয়েছে, পুর প্রশাসক নিয়ে করা এক মামলার প্রেক্ষিতে সোমবার ভোট করানোর পক্ষেই মত প্রকাশ করেছে শীর্ষকোর্ট। পুরভোট নিয়ে রাজ্য সরকারের সমস্ত যুক্তি খারিজ করে দিয়েছে আদালত। আদালত নির্দেশ, আগামী এক সপ্তাহের মধ্যেই কলকাতা পুরসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, আদালতের তরফে রাজ্যকে আরও বলা হয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঠিক না করলে, আদালত থেকেই স্বাধীন ও নিরপেক্ষ প্রশাসক বসিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনের তরফে সাতদিনের সময় চাওয়া হয়েছে। শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে কমিশন।
একটি মন্তব্য পোস্ট করুন