পুবের কলম ওয়েব ডেস্কঃ চল্লিশে পা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম সাইট ফেসবুকে শেয়ার করলেন কুকুরছানাদের সাথে খুনসুটির মুহুর্ত। স্বভাবতই অভিনেত্রীর ফেসবুক পোস্টে ফ্যানকুলদের উপচে পড়া কমেন্ট ভীড়ও লক্ষ্য করা গেল।
উল্লেখ্য যে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এই অভিনেত্রী প্রথমে টেলিভিশন ধারাবাহিক "দেবদাসী "তে
অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালে তিনি উর্মী চক্রবর্তী পরিচালিত "হেমন্তের পাখি" চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তার অভিনীত প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান রবি কিনাগী পরিচালিত "মাস্তান "চলচ্চিত্রে।
একটি মন্তব্য পোস্ট করুন