দেবশ্রী মজুমদার, বোলপুর, ১০ ডিসেম্বর: "শিক্ষকরা মাস পয়লা মাইনা পেতেন না বাম আমলে। একথা আমি বলিনি। শুনলেন তো বললেন এক শিক্ষক। দেশের অনেক রাজ্যে এই লক ডাউনের সময়ে অর্ধেক মাইনা পেয়েছেন। আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তাই এসব হয় নি। বৃহস্পতিবার বোলপুর হাইস্কুলে সব স্তরের শিক্ষক সম্মেলনে বললেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তিনি বলেন, গোটা রাজ্যের সাথে শুক্রবার থেকে বঙ্গধ্বনী কর্মসূচি সূচনা হচ্ছে। এটি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের খতিয়ান। ১০ বছরে মমতা সরকার কি কি কাজ করেছেন। স্বাস্থ্য সাথী থেকে বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ থাকবে। আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই রিপোর্ট কার্ড সবার হাতে তুলে দেবেন। মানুষ বুঝতে পারবে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেন না। কিন্তু বিজেপি সরকার শুধু ভাওতাবাজির সরকার।
একটি মন্তব্য পোস্ট করুন