দেবশ্রী মজুমদার, শান্তি নিকেতন: র্যালি থেকে বঙ্গ দখলের ডাক দিলেন অমিত শাহ। তিনি বলেন, বাংলায় অনুপ্রবেশ রুখতে বিজেপির সরকার দরকার। এছাড়াও পরিবার তন্ত্রের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি।
তবে র্যালিতে ভিড় হলেও, বেশিরভাগ লোক দেওঘর ও বেনাচিতি এলাকার বহু মানুষ এসে রোড শো ভিড় করে। রাস্তার দুই ধারে ঢাক, রাইবেশে নাচ, ভাদু নাচ চলতে থাকে। বিজেপির মহিলা মোর্চার কর্মীরা দুই টন ফুল পৌঁছে দেন রাস্তার দুই ধারের বাড়িতে। সেখান থেকে ছোঁড়া হয় ফুল। ডাকবাংলো থেকে চৌরাস্তায় শেষ হয় এই র্যালি। এরপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রেসমিটের আয়োজন করা হয় বল্লভপুরে।
একটি মন্তব্য পোস্ট করুন