লন্ডন, ২৩ ডিসেম্বরঃ শুধু ব্রিটেন নয়, নতুন প্রজাতির করোনায় আক্রান্ত হয়েছে ইউরোপের আরও অন্তত ৬ দেশ। ডেনমার্ক, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, অস্ট্রিয়া, আইসল্যান্ডেও এই শক্তিশালী ভাইরাসের প্রকোপ ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকাতেও এর অনুপ্রবেশ ঘটেছে। ফলে বিভিন্ন দেশ ব্রিটেন সহ ইউরোপের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ও উড়ান নিষিদ্ধ করেছে অন্তত ৪২ দেশ। চিকিৎসা বিজ্ঞানী এবং ভাইরোলজিস্টরা বলছেন, নিজের অস্তিত্ব রক্ষার তাগিদেই স্ট্রেন বদলে বার বার মিউটেশন করে নতুন রূপে আবির্ভূত হচ্ছে কোভিড ভাইরাস। যা ৭০ শতাংশ পর্যন্ত বেশি সংক্রামক হতে পারে।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে, এই ভাইরাস কত বেশি দ্রুত সংক্রামিত হতে পারে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাই একে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে বলে মানতে নারাজ হু। এদিকে ক্রিসমাসের মাত্র ৫দিন আগে নতুন রূপে করোনার আগমন নিয়ে ঘোর সংকটে পড়েছে পশ্চিমাবিশ্ব। ব্রিটেন সম্পূর্ণ একঘরে হয়ে পড়ায় কেউ কেউ বলছেন, ইউরোপের বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্রে পরিণত হয়েছে দেশটি। কেউবা বলছেন, ইউরোপের অসুস্থ দেশে পরিণত হয়েছে ব্রিটেন। নতুন আতঙ্কে এবার স্বতঃস্ফূর্তভবেই গৃহবন্দি হয়েছেন ব্রিটিশরা। রাস্তাঘাট শুনশান হয়ে গিয়েছে। এক ঝটকায় বিলেত যেন ভূতের নগরীতে পরিণত হয়েছে। খাদ্য সংকটের আশঙ্কায় চাল-ডাল মজুত করছেন সাধারণ মানুষ।
একটি মন্তব্য পোস্ট করুন