দেবশ্রী মজুমদার, বোলপুর: বোলপুর পুরসভার বিদায়ী কাউন্সিলর তমোজিৎ ওরফে অরূপ রায় তৃণমূল ছাড়লেন। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, অত্যন্ত অপমানিত হয়ে আমি ও আমার স্ত্রী শেলী রায় দল ছেড়ে নিষ্ক্রিয় থাকতে চাই।
তবে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বোলপুর আসার আগে অনেকেই এর মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করেন। যদিও, বিজেপি যোগদান করার ইচ্ছা তাঁর নেই, সেকথা খোলাখুলি জানান তিনি। তিনি বলেন, দলের জন্ম লগ্ন থেকে তৃণমূল দল করেছেন তিনি। বোলপুর পুরসভার ৩ নং ওয়ার্ড থেকে ২০১০ সালে জয়ী হন তিনি।
তারপর তাঁর স্ত্রী শেলী রায় ও ওই একই ওয়ার্ড থেকে জয়ী হন। দু'জনেই স্কুল শিক্ষক শিক্ষিকা। তাঁর অভিযোগ, রাত ১২ টায় দলের জেলা শীর্ষ নেতৃত্ব তাঁকে অসম্মান জনক ভাবে গালিগালাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখেই দলে আসেন। কিন্তু এভাবে অসম্মানিত হবেন ভাবেন নি। দলে শিক্ষিত লোক থাকলে অশিক্ষিত লোকেদের অসুবিধা হয় কিনা জানা নেই।
একটি মন্তব্য পোস্ট করুন