নিউ ইয়র্ক, ২০ ডিসেম্বরঃ রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটেরেস বলেছেন, আন্তর্জাতিক মহলের উচিত ইরানের সঙ্গে বাণিজ্য শুরু করা। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই আহ্বান জানালেন তিনি। শুক্রবার তিনি বলেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা রক্ষা করাটা খুবই জরুরি। এ জন্য ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন শুরু হওয়া দরকার। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী এই বাণিজ্য অবাধে হতে পারে।
কারণ, এই প্রস্তাবের মাধ্যমেই সাড়ে ৫ বছর আগে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সিলমোহর দিয়েছিল নিরাপত্তা পরিষদ। সমঝোতা হয়েছিল রাষ্ট্রসংঘের অধীনস্ত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ-র তত্ত্বাবধানে। যাতে সই করেছিল নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশ এবং মধ্যস্থতাকারী হিসেবে ছিল জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। চুক্তির শর্ত অনুযায়ী অক্টোবরেই রাষ্ট্রসংঘ কর্তৃক অনুমোদিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। তাই এবার ইরানের সঙ্গে পুরোদমে বাণিজ্য শুরু হওয়া উচিত।
একটি মন্তব্য পোস্ট করুন