বিশ্বের সবথেকে দামি ইঞ্জেকশন জোলগেনসমা। দাম ১৫ কোটি টাকা! রোগটির নাম জেনেটিক স্পাইনাল মাসকিউলার অ্যাথরফি। বিরল এই রোগের চিকিৎসা ভীষণ ব্যয়বহুল হবে, এটাই স্বাভাবিক। জানা গিয়েছে, এসএমএন-১ জিনের অভাবে এই রোগ হয়। বুকের পেশি দুর্বল হয়ে পড়ে। ফলে শ্বাস প্রক্রিয়ায় খুব অসুবিধে হয়। এই রোগ বেশিরভাগ হয় শিশুদেরই। বয়স্ক বা প্রাপ্তবয়স্কদের অনেক কম হয়।
একটি মন্তব্য পোস্ট করুন