বিকেএসের অসম শাখার নেতা কৃষ্ণকান্ত বোরা বুধবার বলেছেন, ভারতীয় কিষাণ সংঘ নয়া কৃষি বিলকে স্বাগত জানালেও যদি না এই আইন সংশোধন করা হয় তাহলে পীড়িত কৃষকরা লাভবান হবেন না। কৃষকদের দাবির কাছে নতি স্বীকার করে সরকার এই আইনে কিছু বদল আনতে চেয়েছে, কিন্তু সরকারকে আরও স্পষ্ট করতে হবে বিষয়টি। চাহিদা ও জোগানের দিকটি দেখার জন্য ‘মার্কেট ইন্টেলিজেন্স সেল’ তৈরির করার দাবি জানিয়েছে আরএসএসের এই কৃষক সংগঠন।
একটি মন্তব্য পোস্ট করুন