সান্টিয়াগো, ২০ ডিসেম্বরঃ মাস্ক না পরে সেলফি তোলার দায়ে জরিমানা দিতে হল চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা’কে। চলতি মাসের প্রথম দিকে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে মুখে মাস্ক না পরেই এক অপরিচিত মহিলার সঙ্গে সেলফি তুলেছিলেন তিনি। জানা যায় ভ্রমণপিপাসু ওই মহিলা নিজেই এগিয়ে গিয়ে প্রেসিডেন্টকে তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য আবদার করেছিলেন। কিন্তু মাস্ক না পরে থাকা অবস্থাতেই তিনি ওই মহিলার আবদার মেনে তাঁর সঙ্গে সেলফি তোলেন। সেই হাইপ্রোফাইল সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই মহিলা। এরপরই শুরু হয় বিতর্ক। দেশের প্রেসিডেন্ট হয়ে করোনাকালে কীভাবে মাস্ক না পরে দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন, এ প্রশ্নে তোলপাড় হয় মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ায়।
এরপর পদক্ষেপ করতে বাধ্য হয় সংশ্লিষ্ট অঞ্চলের প্রশাসন। মাস্ক না পরার দায়ে প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা’কে ৩৫০০ ডলার বা ২ লক্ষ ৫৮ হাজার টাকার মতো জরিমানা ধার্য করা হয়। সেই জরিমানা দেওয়ার পর দেশবাসীর কাছে ভুলবশত অপরাধের জন্য ক্ষমা চেয়ে নেন চিলির প্রেসিডেন্ট।
একটি মন্তব্য পোস্ট করুন