পুবের কলম প্রতিবেদকঃ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে গিয়েছিলেন, বিজেপি সিএএ লাগু করার পথ থেকে সরছে না। কোভিড ভ্যাকসিন দেওয়া হয়ে গেলেই রাজ্যে লাগু হবে নাগরিকত্ব সংশোধনী আইন। এ দিন তারই পালটা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়ে দিলেন, ‘বিজেপি একটি চিটিংবাজ দল। ওরা যাই বলুক, যাই করুক, সেটাই মিথ্যের স্তুপ। আমি বলে দিয়েছি, এ দেশের প্রতিটি মানুষ এ দেশের নাগরিক। ১৯৭১ সালের আগে যাঁরা এসেছেন সকলেই নাগরিক। মতুয়ারাও নাগরিক। আমার বাংলার প্রতিটি মানুষ এ দেশের নাগরিক। ওঁরা মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারেন না।’
মিথ্যাচার করছেন অমিত শাহ। নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিত্রার্থের জন্য মিথ্যাচারের অভিযোগ আনলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিজেপির হয়ে প্রচারে এসে কেন্দ্রের দেওয়া তথ্যকেও উড়িয়ে দিলেন তিনি। মমতা বলেন, মিথ্যা তথ্য দেওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বেমানান। আমি অমিতজি বলব মিথ্যা কথা বলবেন না। যা যা মিথ্যা কথা বলেছেন সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। কাল মন্ত্রিসভার বৈঠকের পর প্রমাণ-সহ সব বলব।
রাজ্যে প্রচারে এসে বিজেপি সেনাপতি দাবি করেছিলেন, তৃণমূলের আমলে কোনও শিল্প, চাকরি কিছুই হয়নি বাংলায়। অমিত শাহের সেই দাবিরই তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজনীতির জন্য বিজেপি সবকিছু করতে পারে। বিজেপি একটা চিটিংবাজের পার্টি। অমিত শাহ কাল অনেক মিথ্যে কথা বলেছেন। আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশে এক নম্বর। রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারই এই তথ্য দিয়েছে। কাল সাংবাদিক বৈঠকের পর প্রমাণ-সহ সব তথ্য দেব। তথ্য যাচাই না করে মনগড়া তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।’
এখানেই শেষ নয়, বিজেপি সরকারের বিরুদ্ধে এনআরসি, এনপিআর নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বলেন, আমরা কোনওভাবেই সিএএ মানব না। আমরা প্রথম থেকেই সিএএ-এনআরসি বিরোধী। এ দিন মতুয়াদের রাজনৈতিকভাবে ঘুঁটি করা হচ্ছে বলে অভিযোগ তুলে মমতা বলেন, মতুয়ারা আগে থেকেই নাগরিক। আমরাই মতুয়াদের স্বীকৃতি দিয়েছি। আপনারা আর নতুন করে কী করবেন। সব জেনে বুঝে মিথ্যাচার করছেন।’
অন্যদিকে সিএএ কার্যকর করার বিষয়ে অমিত শাহ গতকাল বলেছেন, করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হলে ও সংক্রমণ কমলে সেই বিষয়ে পদক্ষেপ করা হবে। যা নিয়ে খোঁচার সুরে মমতা বলেন, ‘বিজেপি ইজ এ চিটিংবাজ পার্টি। বিজেপি নিজেদের নিয়ে ভাবুক, নাগরিকদের নিয়ে নয়।’
একটি মন্তব্য পোস্ট করুন