নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর: দেশের চার রাজ্যে আজ থেকে ভ্যাকসিনের ট্রায়াল শুরু। পাঞ্জাব, অসম, অন্ধপ্রদেশ, এবং গুজরাতে আজ এবং কাল ভ্যাকসিনের ড্রাই রান হবে। এই মহড়ার মাধ্যমে টিকার যাবতীয় খুঁটিনাটি ও অসুবিধার সম্ভাব্য জায়গাগুলি ঝালিয়ে নেওয়া হবে।
আজ থেকে শুরু হচ্ছে কোভিড টিকা যুদ্ধের ড্রাই-রান। কোন টিকাদান হবে না। তবে টিকাকরণের সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখা হবে। সব জায়গায় টিকা দেওয়ার পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কিনা, স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা প্রস্তুত আছেন কিনা মূলত এগুলি আজ এবং কাল খতিয়ে দেখা হবে। দেশে টিকাকরণ কর্মসূচির সম্ভাব্য বাস্তবায়ন কীরকম হতে পারে, তার ছবি পেতে কড়া নজরদারি চালানো হবে 'কোউইন ' অ্যাপের মাধ্যমে। অর্থাৎ এই ড্রাই রানে শুধু টিকা দেওয়া হবে না। অন্যান্য সমস্ত দিক খতিয়ে দেখা হবে। কোউইন অ্যাপের মাধ্যমে কোল্ড স্টোরেজের অবস্থা পরীক্ষা, সেখান থেকে টিকা পরিবহন, ভিড় নিয়ন্ত্রণ সবকিছুই খতিয়ে দেখা হবে। এই ড্রাইরান চলবে জেলা হাসপাতাল, কমিউনিটি হেলথ সেন্টার, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, বেসরকারি প্রতিষ্ঠান সর্বত্রই। ফিডব্যাক পাঠানো হবে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে।
একটি মন্তব্য পোস্ট করুন