দেবশ্রী মজুমদার, রামপুরহাট: গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল নলহাটি থানার পুলিশ।ধৃতদের নাম নাম লুৎফার শেখ ও মুর্শেদ শেখ। তাদের বাড়ি পাইকর থানার চৈতী গ্রামে। তবে কি উদ্যেশে তারা কোথায় যাচ্ছিল এখনই জানা যায়নি। ঘটনার তদন্তে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার রাতে নলহাটি থেকে বাইকে করে পাইকরের দিকে যাচ্ছিল ওই দুই দুষ্কৃতী। পুলিশের কাছে আগাম খবর ছিল। পুলিশ নলহাটি থানার মধুরা গ্রামের কাছে ক্যানেলের পাড়ে ওই দুজনের তল্লাশি নেয়। তাদের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন