কলকাতা, ২১ ডিসেম্বর: মহাকাশে আজ মহাজাগতিক মিলন। ৪০০ বছর পর ফের কাছাকাছি বৃহস্পতি ও শনি। আজ রাতে ফের ওই দুই গ্রহকে কাছাকাছি দেখতে পাবে মানুষ।
৮০০ বছর আগে কাছাকাছি এসেছিল বৃহস্পতি ও শনি। তারপর ৪০০ বছর আগে তারা কাছাকাছি এলে দেখতে পাইনি সাধারণ মানুষ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, কলকাতায় আজ সূর্যাস্ত হবে বিকেল ৪টে ৫৮ মিনিটে। এরপর দক্ষিণ-পশ্চিম দিগন্তে দুই গ্রহকে দেখা যাবে। সন্ধ্যা ৬টা থেকে ৬.৪৫ পর্যন্ত দুটি গ্রহ কে স্পষ্ট দেখার সম্ভাবনা রয়েছে। ৭টা ১২ মিনিটে দুটি গ্রহ অস্ত যাবে। রাতের আকাশে মিলনকে আবার প্রত্যক্ষ করতে অপেক্ষা করতে হবে ২০৮০ সাল পর্যন্ত।
একটি মন্তব্য পোস্ট করুন