পুবের কলম ওয়েব ডেস্কঃআন্তর্জাতিক ক্রিকেট খেলে এই মুহূর্তে পূথিবীতে সবচেয়ে বেশি আয় করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে এবার সেই তালিকায় কিছু রদবদল ঘটল।ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করেছেন পেস তারকা জশপ্রিত বুমরাহ। আয়ের দিক দিয়ে কোহলিকে পেছনে ফেলেছেন তিনি। আর এটা হয়েছে কোহলির অনাগত সন্তানের জন্যই। গোটা বছরে ভারতের হয়ে চার টেস্ট, নয় ওয়ানডে ও আটটি টি-২০ ম্যাচ খেলেছেন মুম্বই ইন্ডিয়নসের পেসার বুমরাহ। যা তাঁকে এনে দিয়েছে ১ কোটি ৩৮ লক্ষ টাকা। ওদিকে বুমরার সমান ওয়ানডে ও দুটি টি-২০ বেশি খেললেও কোহলি বুমরাহর চেয়ে একটি টেস্ট কম খেলেছেন। আর এই এক টেস্ট না খেলারই মাশুল দিতে হয়েছে ভারতের নিয়মিত অধিনায়ককে। ১ কোটি ২৯ লক্ষ টাকা আয় করেছেন কোহলি। তার ওপর সন্তান জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকতে চেয়েছেন, ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বক্সিং ডে টেস্টটা খেলা হচ্ছে না কোহলির। এ বছরে এটাই ভারতের সর্বশেষ টেস্ট। খেললে অনায়াসেই আয়ের দিক দিয়ে এ বছরও অন্য যে কাউকে ছাড়িয়ে যেতেন কোহলি। সন্তান ও স্ত্রীর পাশে থাকার জন্য ৯ লক্ষ টাকা দূরে ঠেলে দিয়েছেন কোহলি।
একটি মন্তব্য পোস্ট করুন