পুবের কলম ওয়েব ডেস্কঃআজ, শুক্রবার ৩৯ এ পা রাখলেন ভারতকে জোড়া বিশ্বকাপ এনে দেওয়ার লড়াকু সৈনিক যুবরাজ সিং। তবে কৃষক এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে চলমান সংঘাতের কারণে চলতি বছর জন্মদিন উদযাপন্ থেকে বিরত থাকছেন যুবি। কৃষকদের পাশে দাঁড়িয়ে এই সমস্যার দ্রুত সমাধানের কামনা করছেন এই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। যুবরাজ ট্যুইটারে জানান, "জন্মদিন হলো ইচ্ছা, আকাঙ্ক্ষা পূরণের একটা সময়।কিন্তু এই জন্মদিনে উদযাপনের চেয়ে, আমি কেবল প্রার্থনা করবো আমাদের কৃষক এবং আমাদের সরকারের মধ্যে চলমান আলোচনার দ্রুত সমাধান হোক। জয় জওয়ান, জয় কিষাণ, জয় হিন্দ।"
একটি মন্তব্য পোস্ট করুন