পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সর্বদল বৈঠকে দেশবাসীকে জানান, করোনা টিকা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাধারণ মানুষের হাতে আসবে। তিনি বলেন, বিশেষজ্ঞদের সবুজ সংকেত পেলেই টিকাকরণ অভিযান শুরু হবে। প্রধানমন্ত্রীর এই বার্তায় কংগ্রেস অধীররঞ্জন চৌধুরী প্রশ্ন তুলেছেন, ১৩০ কোটির দেশে ভ্যাকসিনেশনের কোনও রোডম্যাপ প্রধানমন্ত্রী এখনও জানাননি।
কংগ্রেস নেতা বলেন, কোটি কোটি মানুষ যেখানে দুবেলার খাবার জোগাড় করা মুশকিল তাঁরা ভ্যাকসিনের জন্য পয়সা কোথায় পাবেন। ভ্যাকসিন সাবসিডিতে দেওয়া হবে না বিনামূল্যে দেওয়া হবে তা এখনও বলেননি প্রধানমন্ত্রী। উল্লেখ্য সর্বদলীয় বৈঠকে ভ্যাকসিনের মূল্য সম্পর্কিত প্রশ্নের উত্তরে মোদি বলেন, ভ্যাকসিনের দাম নির্দ্ধারণের ক্ষেত্রে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলছে।
একটি মন্তব্য পোস্ট করুন