পুবের কলম ওয়েব ডেস্কঃআফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় এসেছিলেন সুস্থ শরীরে। কিন্তু এসেই কোয়ারেন্টাইনে থাকার সময় শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। টেস্টের পর কোভিড পজিটিভ ধরা পড়ে বিগ ব্যাশে ব্রিসবেন হিটের আফগান তারকা মুজিবুর রহমানের। ইতিমধ্যেই তাঁকে হাসাপাতালে ভর্তি করতে হয়েছে। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মুজিবুর। ব্রিসবেন হিটের হয়ে প্রথম দুটো ম্যাচ তিনি খেলতে পারবেন না। এরপর তাঁর ফের টেস্ট হবে। যদি তাতে নেগেটিভ আসে তাহলেই তিনি বিগ ব্যাশে নামার ছাড়পত্র পাবেন। উল্লেখ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি খেলেছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন