পুবের কলম ওয়েব ডেস্কঃ ঘাসফুল শিবিরে যেন লেগেছে পদত্যাগের হিড়িক। শুভেন্দু অধিকারির পদত্যাগ করার পরেপরেই দেখা যায় আসানসোলের জিতেন্দ্র তেওয়ারিকে পদত্যাগ করতে।এদিকে গতকাল পদত্যাগ করেন পুরুলিয়ার তৃণমূলের কিষাণ খেতমজুর সেলের জেলা সভাপতি দুলাল মণ্ডল।
আজ একই সুরে পা মিলিয়ে দল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। আবার দল ছাড়তে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলামকেও।
আগামীকাল আবার রাজ্যে সভা অমিত শাহের।একের পর এক দলত্যাগের হিড়িকে কোন পথে যেতে চলেছে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ ? জাগছে প্রশ্ন!
একটি মন্তব্য পোস্ট করুন