দেবশ্রী মজুমদার, তারাপীঠ, ১৭ ডিসেম্বর: একুশের নির্বাচনে ২২০টি আসন পাবে তৃণমূল। তারাপীঠে পুজো দিতে এসে বললেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর সঙ্গে ছিলেন জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা।
বৃহস্পতিবার তারাপীঠে পুজো দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুব্রত বলেন, পয়লা পৌষ। বৃহস্পতিবার শুভ দিন। পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলাম সবার জন্য। মায়ের কাছে কি চাইলেন? - সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে অনুব্রত বলেন, মায়ের কাছে বলেছি, মা যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারা যেন বজায় থাকে। ২২০ টি আসন মায়ের কাছে চেয়েছি। মা তাই দেবে।
সাংবাদিকদের করা সুদীপ্ত ঘোষ প্রসঙ্গে প্রশ্নের এক জবাবে অনুব্রত বলেন, তৃণমূল সহ সভাপতি সুদীপ্ত ঘোষ কিছু ফেসবুকে লেখেনি। ওটা ফেক। ইতিমধ্যে সাইবারক্রাইমের দ্বারস্থ হয়েছে সে।
উল্লেখ্য, সুদীপ্ত ঘোষের ফেসবুক একাউন্ট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে উদ্যেশ্য করে একটি পোস্ট হয়। যেটা মূলত স্বজনপোষণের ইঙ্গিত করে লেখা। তারপর তা নিয়ে রাজনীতিতে হৈচৈ বাঁধে।
একটি মন্তব্য পোস্ট করুন