পুবের কলম ওয়েব ডেস্কঃপিতা ব্যাটিং কিংদবন্তি শচীন তেন্ডুলকর। আর ছেলে অর্জুন তেন্ডুলকর হয়েছে পেসার। এখনও বয়সভিত্তিক দলগুলোতে তেমন নাম করতে পারেনি অর্জুন। জাতীয় দল বহুদূর। অন্যদিকে সূর্যকুমার যাদব আইপিএলে তাঁর ব্যাটিং কারিশমা দেখিয়েছেন। এবার সৈয়দ মুস্তাক আলী ট্রফির আগে তাঁকে আবারও দেখা গেল পুরনো রূপে। প্রস্তুতি ম্যাচে খেলেছেন ৪৭ বলে ১২০ রানের ইনিংস। স্ট্রাইক রেট ২৫৫.৩২। সেঞ্চুরির পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন সূর্যকুমার।নিজের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে তিনি সবচেয়ে বেশি নির্দয় ছিলেন শচীনপুত্র অর্জুন তেন্ডুলকারের ওপর। সৈয়দ মুস্তাক আলীতে খেলতে নামার আগে দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি অনুশীলন ম্যাচ খেলছিলেন। যশস্বী জয়শওয়ালের 'টিম-ডি'র বিপক্ষে তাঁর দল খেলতে নেমেছিল। সেই দলের অধিনায়কও ছিলেন যশস্বী। তার দলেই খেলেছেন শচীনপুত্র অর্জুন। অর্জুনের এক ওভারে নেন ২১ রান। এর আগের ৩ ওভারে অর্জুন দিয়েছিলেন মাত্র ১২ রান। আর দিন শেষে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ৩৩ রানে উইকেটশূন্য।
একটি মন্তব্য পোস্ট করুন