পুবের কলম আন্তর্জাতিক ডেস্কঃআর্মেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। এই নিয়ে দেশটিতে টানা ২৬দিন ধরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সই করে হারার আগেই হার মেনে নেওয়ায় বেজায় চটেছে বিরোধী দলগুলো। তাদের সঙ্গেই লাগাতার প্রতিবাদ-বিক্ষোভে অংশ নিচ্ছে সাধারণ মানুষও। পরিস্থিতি এতটাই খারাপ জায়গায় চলে যাওয়ায় ক’দিন আগে দেশটির প্রেসিডেন্ট পর্যন্ত প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা উচিত বলে পরোক্ষে বার্তা দেন। কিন্তু প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান কোনওমতেই গদি ছাড়তে রাজি নন। শনি ও রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও করে দিনভর চলতে থাকে বিক্ষোভ।
উল্লেখ্য, সাম্প্রতিকালে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা সরকারের পদত্যাগের দাবিতে সহিংস বিক্ষোভ দেখা গিয়েছে ভেনেজুয়েলা, বলিভিয়া,বেলারুশ,গুয়াতেমালা,থাইল্যান্ড প্রভৃতি দেশে। সেই সারিতে যোগ হয়েছে আর্মেনিয়া। আবার নতুন করে অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা দিয়েছে ফ্রান্সে।
একটি মন্তব্য পোস্ট করুন