পুবের কলম ওয়েব ডেস্কঃ করোনা মাহমারীর কারনে এই বছরের এশিয়া কাপ ক্রিকেট স্থগিত করে দেওয়া হয়েছিল। সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অনলাইন মিটিংয়ে ঠিক হয়েছে, ওই প্রতিযোগিতা হবে ২০২১ সালে, শ্রীলঙ্কার মাটিতে। এবং তার পরের বছর অর্থাৎ, ২০২২ সালের এশিয়া কাপ আয়োজিত হবে পাকিস্তানে।
পিসিবি’র প্রধান ওয়াসিম খান বলেন, ‘পরের এশিয়া কাপ হবে আগামী বছরের জুন মাসে, শ্রীলঙ্কায়। এবং আমরা ২০২২ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছি।’ এখন প্রশ্ন পাকিস্তানে এশিয়া কাপ হলে, ভারত সেখানে খেলতে যাবে কি না? ভারত যদি বেঁকে বসে তাহলে, টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নেওয়া হতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল।
একটি মন্তব্য পোস্ট করুন