পুবের কলম প্রতিবেদক: সারদা তদন্তে এবার প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানকে তলব করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের অফিসে আসিফ খানের কণ্ঠস্বর রেকর্ড করা হয়েছে। সিবিআইয়ের দাবি, সম্প্রতি সিবিআই গোয়েন্দারা একটি চাঞ্চল্যকর অডিয়ো ক্লিপ পেয়েছে। যেখানে একাধিক জনের কণ্ঠস্বর পাওয়া গিয়েছে। তাই সেই অডিয়ো ক্লিপকে সামনে রেখে এখন গোয়েন্দারা নতুন করে তদন্তে গতি আনতে চাইছে। ওই অডিয়ো ক্লিপের কণ্ঠস্বরের সঙ্গে আসিফ খানের কণ্ঠস্বর মিলিয়ে দেখতেই এ দিন আসিফ খানকে ডাকা হয়েছিল। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, সারদা কর্ণধার সুদীপ্ত সেন ও তাঁর সঙ্গী দেবযানী মুখোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা করতে তৎপরতা করেছেন তদন্তকারীরা। উল্লেখ্য, এর আগে সারদাকাণ্ডে যোগসূত্রের অভিযোগে আসিফ খানকে একাধিকবার সিবিআই নোটিশ পাঠিয়েছিল। সিবিআই আগে একবার গ্রেফতারও করেছিল তাকে।
একটি মন্তব্য পোস্ট করুন