পুবের কলম ওয়েব ডেস্কঃঅপ্রত্যাশিতভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। রবিবার অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান তিনি। এর ফলে আগামী ১২ দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবূতিতে জানিয়েছে, অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান বাবর আজম। পরে তাকে কুইন্সটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এক্স-রে করানো হয়। তার ইনজুরির যে অবস্থা তাতে তাকে বিশ্রামে থাকতে হবে এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বাবরের ইনজুরির অবস্থা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। পরিস্থিতি ভালো থাকলে তিনি প্রথম টেস্টে খেলবেন। ২৬ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে প্রথম টেস্ট।
একটি মন্তব্য পোস্ট করুন