দেবশ্রী মজুমদার, নলহাটি, ১৪ ডিসেম্বর: হাঁসন বিধানসভা নির্বাচন কেন্দ্রের নলহাটি ২ ব্লকের ভদ্রপুর, আকালিপুর ও নগরা গ্রামে বঙ্গধ্বনি প্রকল্পের আওতায় দুয়ারে দুয়ারে প্রচার চালালো শাসক দল। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য্য মানুষের ঘরে ঘরে তৃণমূল কংগ্রেসের দশ বছরের উন্নয়নের খতিয়ান তুলে দেন রিপোর্ট কার্ড সরবরাহের মাধ্যমে। তাঁর সঙ্গে ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানা ও অঞ্চল সভাপতি শুভাশিস ভট্টাচার্য্য প্রমুখ। এদিন ত্রিদিব ভট্টাচার্য আকালিপুরের গুহ্যকালীর পুজো দেন। স্থানীয় মসজিদে ইমামসাহেবের সাথে দেখা করেন। তাঁর দোয়া নেন।
ত্রিদিব বলেন, গোটা রাজ্যের সাথে এই জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি। কারণ মানুষ উন্নয়ন দেখেছে। বীরভূম জেলা অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটি। এখানে বিভ্রান্তি ছড়াতে অমিত শাহ আসতে পারেন। আগেও নরেন্দ্র মোদী এসেছেন। কিন্তু এখানে দাঁত ফোটাতে পারবেন না। মানুষ বিজেপি তথা মোদী সরকারের ভাঁওতা বাজি ধরে ফেলেছে। ব্যাঙ্ক একাউন্টে ১৫ লক্ষ টাকার গল্প শুনেছে। আগে মোদী বছরে ২ কোটি চাকরির ঘোষণা করেছিলেন। এখন ৭৫ লক্ষের গল্প শোনাচ্ছেন। ওসবে আর লাভ হবে না।
একটি মন্তব্য পোস্ট করুন