পুবের কলম প্রতিবেদকঃ বাংলাদেশের ৫০তম বিজয় দিবস পালন করবে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাস। আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদার সঙ্গে দেশটির মহান বিজয় দিবস উদ্যাপন করার কর্মসূচি নিয়েছে। কোভিড পরিস্থিতিতে তেমন কোনও অনুষ্ঠানের আয়োজন না করা হলেও বিজয় দিবস উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে উপদূতাবাস। তবে অনুষ্ঠানে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ববিধি অনুসরণ করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। উপদূতাবাস অফিস চত্বরে দু’দিন ধরে এই বিজয় দিবসের অনুষ্ঠান হবে। দুই বাংলায় প্রথিতযশা বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আলোচনাসভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি,মুক্তিযুদ্ধ,ভিত্তিক আলোকচিত্র এবং তথ্যচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হবে। ১৭ ডিসেম্বরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলি জাহির (অব) প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন