পুবের কলম প্রতিবেদকঃবার্সেলোনাকে বাঁচাতে পারেনি কেউই। লিগে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। কাদিজের মাঠে ২-১ গোলে হেরে এসেছে বার্সেলোনা। দীর্ঘ সময় পর লা লিগায় ফিরল কাদিজ। নিজেদের মাঠে তারা আটকে দিয়েছে বার্সাকে। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন জয়ের স্মৃতি ছিল। সেটি কাতালানদের অনুপ্রেরণা হতে পারেনি। উল্টো ২৯ বছর পর বার্সাকে হারানোর স্বাদ পেয়েছে কাদিজ। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় কাদিজ। আলভারো জিমেনেস গোল আনেন বার্সার ডিফেন্সের ভুলভাল কাজে লাগিয়ে। প্রথমার্ধ শেষ হয় কাদিজের এগিয়ে থেকে। ম্যাচের ৫৭ মিনিটে ভাগ্যজোরে সমতা টানে বার্সা। মেসির ক্রসে প্রতিপক্ষ গোলমুখে শট নিয়েছিলেন আলবা। সেটি বিপদমুক্ত করতে গিয়ে কাদিজের পেদ্রো আলকালা নিজেদের জালেই বল ঠেলে দেন।
ম্যাচের ৬৩ মিনিটে ফের বিপদে বার্সা। লেংলে আর আলবার ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে সুবিধাজনক জায়গায় বল পেয়ে লিড আনেন কাদিজের আলভারো নেগ্রেডো। সেটি টপকে জয় আনা তো দূরের কথা, মেসিরা প্রতিপক্ষের দ্বিতীয় গোলটিই আর শোধ দিতে পারেননি। এই হারে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাতে আছে বার্সা।
একটি মন্তব্য পোস্ট করুন