পুবের কলম প্রতিবেদকঃধীরে ধীরে ছন্দে ফিরছে বার্সেলোনা। যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে তাদের শীর্ষস্থানচ্যুত তো করেছেই, একই সঙ্গে অষ্টমস্থান থেকে লাফিয়ে পাঁচে উঠে এসেছে লিওনেল মেসিরা। বার্সার এই জয়টা সহজ ছিল না। ম্যাচের প্রথমার্ধেই খেলার ধারায় লিড তুলে নিয়েছিল সোসিয়েদাদ। ২৭ মিনিটে স্কোর ১-০ করেছেন উইলিয়ান হোসে। এর জবাবে বার্সা দুটি গোল করে। ৩০ মিনিটে একটি গোল করেছেন জর্ডি আলবা, ৪৩ মিনিটে ডি ইয়ং। ডি ইয়ংয়ের গোলটা অবশ্য শুরুতে বাতিলের খাতাতেই চলে গিয়েছিল। অফসাইডের সিগন্যাল করেছিলেন রেফারি। পরে অবশ্য ভার রিভিউ নিয়ে গোল পেয়েছে বার্সা। বার্সার আধিপত্য বিস্তার করা এই পারফরম্যান্স দেখা গিয়েছে শুধু প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে আরও কিছু গোলের সুযোগ তৈরি হয়েছিল। গ্রিজমান দুটি গোলের সুযোগ মিস করেছেন। সেই তুলনায় এ ম্যাচে মেসিকে আক্রমণে ধারহীন দেখা গিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন