পুবের কলম ওয়েব ডেস্কঃ দলের তারকা ফুটবলার লিও মেসির অনুপস্থিতিতে প্রতিপক্ষ ফেরেনতসভারোসকে তাদের মাঠে ৩-০ গোলের বড় জয় নিয়ে ফিরেছে রোনাল্ড কোম্যানের বার্সেলোনা। দলের হয়ে গোল পেয়েছেন আতোঁয়াইন গ্রিজমান, মার্টিন ব্র্যাথওয়েইট এবং উসমান ডেম্বেলে। চ্যাম্পিয়নস লিগের নক আউট রাউন্ড নিশ্চিত করেছিল বার্সেলোনা আগের ম্যাচেই। যার ফলে লিওনেল মেসি, ফিলিপে কুটিনহো, মার্ক-আন্ড্রে টের স্টেগানদের ছাড়া দল সাজিয়ে কাতালান জায়ান্টরা মোকাবিলা করে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্তসভারোসকে। প্রতিপক্ষের মাঠ থেকে ৩-০ গোলের বড় জয় নিয়েই বার্সেলোনাতে ফিরেছে রোনাল্ড কোম্যানের দল। পুসকার অ্যারেনায়, বার্সেলোনার ৩টি গোলই আসে ম্যাচের প্রথম আধঘন্টায়। যার প্রথমটি আসে ১৪ মিনিটে। ডেম্বলের পাস থেকে বাঁ প্রান্তে বল পেয়ে যান জর্দি আলবা। বক্সে তার বাড়ানো বল থেকে স্কোর করেন গ্রিজমান। দ্বিতীয় গোলেও ছিল ডেম্বলের অবদান। এই ফ্রেঞ্চম্যানের পাস থেকে মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করে সফরকারী দল। ব্র্যাথওয়েইটকে ফাউল করলে, পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট থেকে স্কোরলাইন ৩-০ ও বার্সেলোনার জয় নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি ডেম্বেলের। এই জয়ে গ্রুপ জিতে শীর্ষে থেকেই পরে রাউন্ড নিশ্চিত করল স্প্যানিশ ক্লাবটি।
একটি মন্তব্য পোস্ট করুন