পুবের কলম প্রতিবেদকঃ বিশ্বে করোনা পরিস্থিতি আগামী ৪-৬ মাসে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানান মাইক্রোসফট সংস্থার কর্ণধার বিল গেটস। সমগ্র বিশ্বে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ কোভিড-১৯ টিকা তৈরি এবং বিতরণের কাজে যুক্ত রয়েছে। সম্প্রতি ফের আমেরিকায় কোভিডের নতুন সংক্রমণ এবং মৃত্যুর গ্রাফ |র্ধ্বমুূী। হাসপাতালে ভর্তির সংখ্যাও দ্রুত বাড়ছে। রবিবার গেটস বলেন, ‘আমি মনে করি আমেরিকা কোভিডের মোকাবিলা আরও ভালভাবে করতে পারত।’ ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর সহ-সভাপতি একটি ইংরেজি দৈনিককে জানান, ‘খুবই দুঃখেরর সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, আগামী ৪-৬ মাসের মধ্যে কোভিড মহামারির প্রকোপ বিপজ্জনক হতে পারে।’
উল্লেখ্য ২০১৫ সালে গেটস বিশ্বে আসন্ন মহামারি সম্পর্কে সতর্ক করেছিলেন।আইএইচএমই-এর (স্বাস্থ্য ম্যাট্রিক্স এবং মূল্যায়ন সংস্থা) মতে, ‘আরও ২ লক্ষের বেশি মানুষের প্রাণ কাড়তে পারে এই মহামারি। যদি আমরা মাস্ক পরা এবং অন্যান্য নিয়মাবলি পালন করি তাহলে মৃত্যুর সংখ্যা কিছুটা কম হতে পারে।’আমেরিকায় এখনও কোভিড-১৯ প্রায় ২,৯০০০০ মানুষের মৃত্যুর কারণ হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন