নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : সোমবার শহরে আসছেন সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াত। গার্ডেনরিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স শিবালিক ক্লাসের ফ্রিগেট যুদ্ধজাহাজের প্রথম পরিযোজনা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তার।
তিন প্রতিরক্ষা বাহিনীর সর্বময় কর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কলকাতায় আসছেন বিপিন রাওয়াত। গতবছর আগস্টে সেনাবাহিনীর প্রধান থাকাকালীন শেষবার দুদিনের সফরে কলকাতায় এসেছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। অরুণাচল প্রদেশ এবং ডোকলামে চিনা তৎপরতা বৃদ্ধির মধ্যে তার কলকাতার সফরকে বিশেষজ্ঞরা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
১৪ ডিসেম্বর বিজয় দিবসের উদযাপন শুরু হচ্ছে ইস্টার্ন কমান্ডে। ৫০ তম বর্ষ উদযাপনে শহরে আসছেন সস্ত্রীক ৩০ জন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর আধিকারিক। তবে বিজয় দিবসের ওই অনুষ্ঠানে বিপিন রাওয়াত উপস্থিত থাকবেন কিনা, তা এখনও স্পষ্ট করে নি সেনাবাহিনীর পূর্ব কমান্ড।
একটি মন্তব্য পোস্ট করুন