পুবের কলম প্রতিবেদক: করোনা সংকটকালে রক্ত সংকটে ভুগছে রাজ্যের সবকটা ব্লাড ব্যাঙ্ক।
সংকটকালীন পরিস্থিতিতে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনই রক্তদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে না পারায় সমস্যার সম্মুখীন রোগী ও রোগীর পরিবার পরিজন।
এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার রক্তের যোগান মেটাতে এগিয়ে এলো ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রথম বর্ষের পড়ুয়ারা।
এ দিন ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা প্রথম রক্তদান শিবির "রক্তনীড়"-এ অংশগ্রহণ করেন। শিবিরের সূচনালগ্নে উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক উৎপল দাঁ, সুপার ইনটেনডেন্ট রমাপ্রসাদ রয়, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স,এর ভারপ্রাপ্ত অধ্যাপক শুভ্রা মণ্ডল এবং অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ। তাঁরা জানান, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের উপর নির্ভর করছেন প্রায় দেড় হাজার থ্যালাসেমিয়া রোগী। তাঁদের পর্যাপ্ত রক্তের চাহিদা মেটাতে শিক্ষার্থীদের এই উদ্যোগ প্রসংশনীয়। রক্তনীড়ের উদ্যোক্তারা মনে করেন এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যজুড়ে আরও বেশি সংখ্যক মানুষ রক্তদানে উদ্বুদ্ব হোক। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে আবু হাসান মোল্লা জানান, তাঁরা আগামীদিনেও এমন রক্তদান শিবির করবেন। করোনা বিধি মেনে এ দিন ৪০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন