ইনামুল হক, বসিরহাটঃ ব্রাহ্মণসমাজের রক্তদানের অনুষ্ঠানে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের রক্তদাতাদের।মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রাজ্য সনাতন ধর্মের ট্রাস্টের উদ্যোগে এগিয়ে আসলো বসিরহাটের পুরোহিত সমাজ। । রবিবার পুরোহিতদের উদ্যোগে রক্তদান শিবির হল বসিরহাট পৌরসভার টাউন হল মাঠে। একদিকে ব্রাহ্মণ পুরোহিতরা রক্ত দিল। একই সঙ্গে মুসলিমরাও। বসিরহাট ১ নম্বর ব্লকে প্রায় আড়াই হাজার সনাতন ধর্মের ব্রাহ্মণ রয়েছে ।এবার তারা মুক্তমঞ্চে মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর সংকল্প নিল। একদিকে থ্যালাসেমিয়া আক্রান্তদের, অন্যদিকে হেপাটাইসিস-বি আক্রান্তদের । করোনাকালে যেভাবে রক্ত সংকট দেখা দিয়েছে সেকারণে তাদের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করল রাজ্য সনাতন ধর্মের ট্রাস্টি বোর্ড। এই বোর্ডের সম্পাদক শ্রীধর গোস্বামী, বসিরহাট মহকুমার সভাপতি গোবিন্দ চক্রবর্তী সহ ব্রাহ্মণ পুরোহিতদের যৌথ উদ্যোগে এবার টাউন হলের খোলা মাঠে রক্ত দিলেন কয়েকশো পুরোহিত। বাদ গেলোনা মহিলা পুরোহিতরাও। ব্রাহ্মণসমাজের রক্তদানে অনুষ্ঠানে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের রক্তদাতাদের উপস্থিতি। সর্বধর্ম সমন্বয়ের মেলবন্ধনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বসিরহাটের মানুষ। এই মঞ্চে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। পুরোহিতদের রক্তদানের মধ্য দিয়ে বার্তা গেল সম্প্রীতির বাংলার, যা সংস্কৃতি, কৃষ্টি সমন্বয়ে তৈরি সব ধর্মের মানুষের পীঠ স্থানের উজ্জ্বল এক দৃষ্টান্ত ।
একটি মন্তব্য পোস্ট করুন