পুবের কলম প্রতিবেদকঃ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। ঐতিহাসিক টেস্টের আগে বড়সর সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া প্রশাসন। অস্ট্রেলিয়া বনাম ভারতের বক্সিং ডে টেস্টে প্রতিদিন ৩০,০০০ দর্শক প্রবেশের অনুমতি পেল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ভিক্টোরিয়ার ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৫,০০০ দর্শকের প্রবেশাধিকার ছিল এমসিজিতে। কিন্তু ওই এলাকায় টানা ৪১ দিন কোনও নতুন সংক্রমণের ঘটনা ঘটেনি, তাই আরও পাঁচ হাজার দর্শক ঢোকায় অনুমতি দিল কর্তৃপক্ষ।
একটি মন্তব্য পোস্ট করুন