পুবের কলম প্রতিবেদকঃবিএসএনএল-এর ভবিষ্যৎ নিয়ে এবার বড় ধরনের প্রশ্নচিহ্ন তুলে দিলেন সংস্থার কর্মীরাই। এমনিতেই সংস্থার কর্মীরা সময়মতো বেতন পাচ্ছেন না বলে আগেই জানা গিয়েছিল। আর এবার তো আশঙ্কা আরও গুরুতর। সংস্থার কর্মীরাই বলছেন, এভাবে চলতে থাকলে আর ২ বছরও টিকবে না সংস্থাটি। সংস্থার ঝাঁপ ফেলে দিতে হবে। নিজেদের আশঙ্কার কথা জানিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে চিঠি দিয়েছেন তাঁরা।
বিএসএনএল কর্মীদের বক্তব্য, বিগত কয়েক বছর ধরেই তাঁদের প্রতিদ্বন্দ্বী টেলিকম সংস্থাগুলি সস্তায় তাদের গ্রাহকদের ফোর-জি প্ল্যান সুবিধা দিচ্ছে। তাই বিএসএনএল যদি এখনই সস্তায় এই ৪জি প্ল্যান দিতে না পারে, তাহলে সংস্থা আগামী ২ বছরও টিকবে না। বিএসএনএলের কর্মী সংগঠন ‘অল ইউনিয়ন অ্যান্ড অ্যাসোসিয়েশন অব বিএসএনএল-এর তরফ থেকে দেওয়া এই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সস্তায় ৪জি সরঞ্জাম ছাড়া তাদের এই সংস্থা ২ বছর পর আর বাজারে টিকতেই পারবে না। যেভাবেই হোক তাদের ৪জি সরঞ্জামের ব্যবস্থা করে দিতেই হবে, না হলে সংস্থাকে বাঁচানো যাবে না। দেশের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে বিএসএনএল যাতে কোনওভাবেই বঞ্চিত না হয় সেই আবেদনও জানানো হয়েছে। পাশাপাশি, ৪জি পরিষেবা চালু করার ক্ষেত্রে অবিরাম দেরি করার কারণে কেন্দ্রের কাছে ক্ষতিপূরণও চাওয়া হয়েছে চিঠিতে।
একটি মন্তব্য পোস্ট করুন