পুবের কলম প্রতিবেদক: গরুপাচারকাণ্ডে মুর্শিদাবাদের ব্যবসায়ী এনামুল হককে হেফাজতে নিয়ে জেরা করতে চলেছে সিবিআই। সম্প্রতি, আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল হক। তারপর থেকে তাঁকে আদালতের নির্দেশমতো রাখা হয় জেল হেফাজতে। আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে গিয়ে কলকাতা হাইকোর্টে এনামুল হককে হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। শুক্রবার সেই আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এনামুল হককে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। যার কারণে এবার এনামুল হককে সিবিআই জেরা করতে আর কোনও বাধা থাকল না। উল্লেখ্য, গরুপাচারকাণ্ডে বিএসএফ কর্তা সতীশ কুমারকেও গ্রেফতার করেছে সিবিআই। আরও চার বিএসএফ অফিসারকে তলব করা হয়। বিভিন্ন তথ্যের ভিত্তিতেই নাকি এবার জেরাপর্ব পরিচালনা করবে সিবিআই।
একটি মন্তব্য পোস্ট করুন